ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শুধু প্রাথমিক পর্যায়েই নয়, আমাদের দেশে এরইমধ্যে মাধ্যমিকেও নারী-পুরুষে সমতা অর্জিত হয়েছে। তবে উচ্চশিক্ষাক্ষেত্রে আমরা তা অর্জন করতে পারিনি।
রোববার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি ভবনে শুরু হওয়া দু’দিনব্যাপী ‘জেন্ডার ডেভেলপমেন্ট (গ্যাড) অ্যালায়েন্স কনফারেন্স’-এর উদ্বোধনী পর্বে তিনি এ কথা বলেন।
গ্যাড অ্যালায়েন্সের সভাপতি তাহেরুন্নেছা আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, “সংবিধান ও গুরুত্বপূর্ণ দলিলে নারীর সমাধিকারের কথা লেখা রয়েছে। শুধু লেখা থাকলেই হবে না, সেই অধিকার
প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করতে হবে। আমরা এখনও সে সুযোগ সৃষ্টি করতে পরিনি। তবে আমরা চেষ্টা করছি। ”
তিনি বলেন, “গোটা বিশ্ব যখন ভাবছে ২০১৫ সালের মধ্যে প্রাথমিক পর্যায়ে নারী-পুরষের সমতা অর্জন সম্ভব নয়, সেখানে আমরা ২০১২ সালের মধ্যেই সমতা অর্জন করতে সক্ষম হয়েছি। ”
শিক্ষাক্ষেত্রে বেশ কয়েকটি ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিল প্রায় ২৬ লাখ। সেখানেও ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা প্রায় এক লাখ ৭৪ হাজার বেশি ছিল। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষাতেও ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার বেশি ছিল। ”
নিজ অভিজ্ঞতার আলোকে শিক্ষামন্ত্রী বলেন, “আমি যখন স্কুলে পড়তাম, তখন আমার স্কুলে কোনও ছাত্রী ছিল না। আর এখন ওই স্কুলে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি। ” তিনি নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের সহযোগিতায় আয়োজিত এ কনফারেন্সে সূচনা বক্তব্য দেন গ্যাড অ্যালায়েন্সের সদস্য সচিব রঞ্জন কর্মকার।
নারী-পুরুষের সমতা, নারীর মনবাধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নেদারল্যান্ডস দূতাবাসের গভর্নেন্স অ্যান্ড জেন্ডার বিষয়ক ফার্স্ট সেক্রেটারি এলা দে ভুগড. সুইডেন দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন কেরিন রোহলিন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রমুখ।
এর আগে খুলনার ‘রুপান্তর’ নামক সাংস্কৃতিক দল ‘নবান্ন’ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। উদ্বোধনী পর্বে সঞ্চালনা করেন গ্যাড অ্যালায়েন্সের সদস্য রেখা সাহা।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১২
এমএন/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর