রংপুর : রংপুর কারমাইকেল কলেজে নতুন অধ্যক্ষ প্রফেসর শাহ মোকছেদ আলী যোগদান করায় বুধবার অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।
ধর্মঘট প্রত্যাহার করায় নির্ধারিত ক্লাস ও পরীক্ষা শুরু হয়।
এদিকে, অধ্যক্ষকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে ছাত্রলীগ।
নতুন অধ্যক্ষ মোকছেদ আলী সাংবাদিকদের জানান, তার মূল লক্ষ্য কলেজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যথাসময়ে ক্লাস ও পরীক্ষা শুরু করা। সেই সঙ্গে কলেজের যেসব উন্নয়নমূলক কাজ চলছে, সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখা।
ছাত্রাবাসগুলো খুলে দেওয়া প্রসঙ্গে তিনি জানান, কী কারণে এবং কোন পরিস্থিতিতে সেগুলো বন্ধ রাখা হয়েছে, তা তিনি জেনে ব্যবস্থা নেবেন।
এর আগে তাকে ফুল দিয়ে স্বাগত জানান শিক্ষক পরিষদ, শিক্ষক ক্লাবসহ বিভিন্ন ছাত্র সংগঠন।
উল্লেখ্য, গত ৩ জুলাই থেকে বিদায়ী অধ্যক্ষ দীপকেন্দ্র নাথ দাসের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কলেজের ছাত্রসংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর