ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিল্পকলায় ৪ দিনব্যাপী শিক্ষামেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
শিল্পকলায় ৪ দিনব্যাপী শিক্ষামেলা শুরু

ঢাকা : রাজধানীর শিল্পকলা একাডেমীতে ৪ দিনব্যাপী শিক্ষামেলা-২০১২ শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ১৮ জুলাই পর্যন্ত।

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

মেলার আয়োজন করেছে এটিএন জবস। মেলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান মিয়ে মোট ৫৮টি স্টল রয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কথা সাহিত্যিক আনিসুল হক।

আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সৃজনশীল পুস্তক প্রকাশকদের অংশ গ্রহণে মেলায় স্বনামধন্য প্রকাশনা এবং শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশ গ্রহণকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সম্পর্কে সরাসরি দর্শনার্থীদের জানাবেন। তারা ভর্তির তথ্য জানতে পারবেন।

এছাড়া মেলায় অংশগ্রহণকারী প্রকাশনাগুলো তাদের বই প্রদর্শন ও বিক্রি করবে।

বাংলাদেশ সময় : ১৬২৭ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১২
এসএআর/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।