ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ইবি শিক্ষক সমিতির

ইবি: গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, সভায় সবাই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে একমত হয়েছি। আগামীকাল উপাচার্যকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হবে।  

ভর্তি প্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন করতে সারাদেশের কয়েক লাখ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশায় ২০২০-২১ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় অংশ নেয় ইসলামী বিশ্ববিদ্যালয়। পরে এ প্রক্রিয়ায় সমন্বয়হীনতা, দীর্ঘসূত্রিতা ও শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে আরও জটিল হয়ে যাওয়ায় ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষেও একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল ইবি প্রশাসন। পরে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির অনুরোধে গুচ্ছে থাকার সিদ্ধান্ত নেয় ইবি।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।