কুমিল্লা: ২০১২ সালের এইসএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৬০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১’শ ৫০ জন শিক্ষার্থী।
১৮ জুলাই বুধবার দুপুর ১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনের মাধ্যমে একযোগে সারাদেশের বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন।
কুমিল্লা বোর্ড সূত্রে জানা যায়, কুমিল্লা বোর্ডে এবার প্রথম হয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, দ্বিতীয় কুমিল্লা ক্যাডেট কলেজ, তৃতীয় কুমিল্লা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চতুর্থ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, পঞ্চম আল-আমিন একাডেমি (চাঁদপুর সদর), ষষ্ঠ হয়েছে সোনার বাংলা কলেজ (বুড়িচং, কুমিল্লা), সপ্তম হাজিগঞ্জ মডেল কলেজ (লক্ষীপুর), অষ্টম কুমিল্লা শিক্ষা বোর্ড কলেজ, নবম ইবনে তাইমিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা এবং দশম হয়েছে কাজি মোহম্মদ সফিকুল ইসলাম কলেজ (বিজয়নগর, বাহ্মণবাড়িয়া)।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর