ঢাকা: বুধবারের প্রকাশিত এইচএসসির ফলাফলে এবার সব বোর্ডকে পেছনে ফেলে সাফল্যের শীর্ষে অবস্থান করছে সিলেট বোর্ড। সিলেট বোর্ডে এবার পাসের হার ৮৫ দশমিক ৩৭।
আটটি সাধারণ বোর্ডের মধ্যে এবার পাসের হার সবচেয়ে কম বরিশাল বোর্ডে। এ বোর্ডে এবার পাসের হার ৬৬ দশমিক ৯৮ শতাংশ। গতবছর এ হার ছিল ৭১ দশমিক ১২ শতাংশ।
গতবছর সবচেয়ে খারাপ ফল করেছিল যশোর বোর্ড। এ বোর্ডে এবার পাসের হার ৬৭ দশমিক ৮৭। গতবার এ হার ছিল ৬৩ দশমিক ৩৭ শতাংশ।
গতবার সেরা বোর্ডের সাফল্য ছিল রাজশাহী বোর্ডের। এবার রাজশাহী বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪৪। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক শূণ্য ১ শতাংশ।
সাফল্যের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮১ দশমিক ০৮। গতবছর এ পাসের হার ছিল ৭৬ দশমিক ৮৯ শতাংশ।
এরপর রয়েছে দিনাজপুর বোর্ড। এ বোর্ড পাসের হার ৭৫ দশমিক ৪১ শতাংশ। গত বছর এ হার ছিল মাত্র ৬৬ দশমিক ১৮ শতাংশ।
চট্টগ্রাম বোর্ড ৭২ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী এবার উত্তীর্ণ হয়েছে। গত বছর এ হার ছিল ৭১ দশমিক শূণ্য ৩।
কুমিল্লা বোর্ডে এবার পাসের হার ৭৪ দশমিক ৬০। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৬৮ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
এমএন/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর