দিনাজপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ৮৫ হাজার ৭শ ৭৩ পরীক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ৬শ ৭৯ জন পরীক্ষার্থী পাস করেছেন। পাসের হার শতকরা ৭৫.৪১ ভাগ।
এবিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক খ.ম. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় মোট ৮৭ হাজার ৫শ ৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫ হাজার ৭শ ৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
এদের মধ্যে ৪২ হাজার ৯শ ১৭ জন ছাত্র ও ৪২ হাজার ৮শ ৫৬ জন ছাত্রী।
পাস করেছে ৬৪ হাজার ৬শ ৭৯ জন পরীক্ষার্থী।
এদের মধ্যে ৩১ হাজার ৯শ ৫৬ জন ছাত্র ও ৩২ হাজার ৭শ ২৩ জন ছাত্রী।
ছাত্রের পাসের হার ৭৪.৪৬ এবং ছাত্রীর পাসের হার ৭৬.৩৬।
দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫,০০৯ জন ছাত্র-ছাত্রী। এদের মধ্যে ছাত্র ২ হাজার ৭শ ৭৫ এবং ছাত্রী ২ হাজার ২শ ৩৪ জন।
পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৪৭ জনকে বহিস্কার করা হয়।
শতভাগ পাসকরা কলেজের সংখ্যা ১২টি। ৫টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি।
দিনাজপুর শিক্ষা বোর্ডের ৮টি জেলায় এবারের এইচএসসি পরীক্ষায় ১৬৬টি কেন্দ্রে ৫০৪টি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ৪টি পরীক্ষায় বিগত বছরগুলোর তুলনায় এবারের ফলাফল অনেক ভালো।
২০০৯ সালে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৫.৯০।
২০১০ সালে পাসের হার ছিল ৬৭.৫৪ শতাংশ এবং
২০১১ সালে পাসের হার ছিল ৬৬.১৮ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর