ঢাকা: মাদরাসা বোর্ডের অধীনে অংশ নেওয়া আলিম পরীক্ষায় এবারও পাসের হার সব থেকে বেশি। এই বোর্ডে ৯১ দশমিক ৭৭ ভাগ শিক্ষার্থী পাস করেছে।
২০১২ সালে অনুষ্ঠিত মাদ্রাসা বোর্ডের অধীনে ৮৪ হাজার ২৪৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭৭ হাজার ৩১৬ জন।
২০১১ সালেও এ পরীক্ষায় মাদ্রাসা বোর্ড পাসের দিকে প্রথম হয়েছিল। সে বছর পাস ছিল ৮৯ দশমিক ৫৭ শতাংশ। পাস করেছিল ৬৮ হাজার ৮৬ জন।
এ বছর আলিমে জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৭৩ জন, ২০১১ সালের চেয়ে দুই হাজার ৭৯৭ জন বেশি।
বুধবার সারা দেশে একযোগে এই পরীক্ষার ফল প্রকাশিত হয়।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
এমআইএইচ