ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাবনায় ৮১১ জনের জিপিএ-৫, পাসের হার ৮০.০৭

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২

পাবনা: এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাবনা জেলায় মোট ৮শ ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

প্রকাশিত ফলাফল সূত্রে জানা যায়, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এ বছর পাবনা জেলায় মোট ১৪ হাজার ৩শ ১৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

এর মধ্যে পাস করেছেন ১১ হাজার ৪শ ৬৫ জন। ফেল করেছেন ২ হাজার ৮শ ৫৪ জন। পাসের হার শতকরা ৮০.০৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ৮শ ১১ জন।

রাজশাহী শিক্ষাবোর্ড ও জেলার মধ্যে শীর্ষস্থান দখল করেছে পাবনা ক্যাডেট কলেজ। এ কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪৯ জনই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। একজন শিক্ষার্থী পেয়েছেন জিপিএ ৪.৯০।

পাবনা ক্যাডেট কলেজের বাইরে জেলার আরও ৪টি শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় সেরা ২০টি কলেজের মধ্যে স্থান করে নিয়েছে।

বোর্ডের সেরা ২০টি কলেজের মধ্যে পাবনার বেড়া উপজেলার আল হেরা একাডেমী ১২তম, পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ ১৩তম, পাবনা সরকারি মহিলা কলেজ ১৬তম এবং ঈশ্বরদী মহিলা কলেজ ২০তম স্থান অধিকার করেছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।