ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা ছাড়া সব বোর্ডে সেরা ক্যাডেট কলেজ

মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২

ঢাকা: বুধবার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৫৫৮ জন
পরীক্ষার্থীর মধ্যে শতকরা ৯৬ দশমিক ৫৯ ভাগ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। যার সংখ্যা ৫৩৯।

বাকি ১৯ জন জিপিএ-৪ এর বেশি নম্বর পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, দেশের ১২টি ক্যাডেট কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, যা সেনাবাহিনীর  তত্ত্বাবধানে পরিচালিত
হয়। ঢাকা বোর্ড ছাড়া অন্য ৭টি বোর্ডেই প্রথম স্থান লাভ করেছে ক্যাডেট কলেজগুলো।

ঢাকা বোর্ডে ময়মনসিং গার্লস ক্যাডেট কলেজ ৩য় অবস্থানে ও টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ ৭ম অবস্থানে রয়েছে। এছাড়া অন্য সব বোর্ডেই প্রথম অবস্থানে রয়েছে ক্যাডেট কলেজগুলো।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ৫ পেয়েছে। তবে মির্জাপুর ক্যাডেট কলেজের ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে একজন মাত্র জিপিএ৫ পায়নি। তবে জিপিএ৪ এর বেশি নম্বর পেয়ে কৃতকার্য হয়েছে।

রাজশাহী বোর্ডে প্রথম তিনটি অবস্থানই ক্যাডেট কলেজগুলোর দখলে। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৫০ জনের সবাই, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর সবাই ও রাজশাহী ক্যাডেট  কলেজের ৪৪ জন পরিক্ষার্থীর সবাই জিপিএ৫ পেয়েছে।

কুমিল্লা বোর্ডেও প্রথম দুটি কলেজ ক্যাডেটদের দখলে। ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৪৮ জনের মধ্যে ৪৭ জন ও কুমিল্লা ক্যাডেট কলেজের ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন জিপিএ৫ পেয়েছে।

যশোর বোর্ডে ঝিনাইদহ ক্যাডেট কলেজের স্থান প্রথমেই। এখানে ৪৭ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ৫ পেয়েছে।

চট্টগ্রামের প্রথম স্থানে থাকা ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪১ জনের ৩৮ জনই জিপিএ ৫ পেয়েছে।

বরিশালের প্রথম স্থানে থাকা বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৪৫ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ৫ পেয়েছে।

সিলেট ক্যাডেট কলেজের ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন জিপিএ ৫ পেয়েছে। এ বোর্ডে প্রথমেই রয়েছে এ কলেজটি।

রংপুর সদরের রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ৫ পেয়েছে। দিনাজপুর বোর্ডে এ কলেজ প্রথম স্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
এমএন/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।