রাজশাহী: এসএসসির ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে এইচএসসি পরীক্ষায়ও রাজশাহী শিক্ষা বোর্ডে সেরা হয়েছে পাবনা ক্যাডেট কলেজ।
এ কলেজ থেকে এবার ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯ জনই জিপিএ-৫ পেয়ে বোর্ডের সেরা হয়েছে।
রাজশাহী ক্যাডেট কলেজকে টপকে গেছে জয়পুরহাট গার্লস ক্যাডেটের শিক্ষার্থীরা।
এ কলেজ থেকে ৪৯ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী বোর্ডে সেরাদের তালিকায় তারা উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।
আর রাজশাহী ক্যাডেট কলেজের অবস্থান এবার তৃতীয় স্থানে। এখান থেকে ৪৪ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পেয়েছেন জিপিএ-৫।
রাজশাহী শিক্ষা বোর্ডে সেরা ২০-এর তালিকায় এবারও চতুর্থ অবস্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে ৬শ ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬শ ৩৬ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪শ ৮ জন।
বোর্ডে ৫ম স্থানে হলেও রাজশাহী মহানগরীর সেরা হয়েছে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ। এখান থেকে এবার ১ হাজার ২শ ১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৬শ ৬৪ জন। এছাড়া বোর্ডে সেরাদের তালিকায় ষষ্ঠ হয়েছে রাজশাহী সরকারি কলেজ এবং ৭ম হয়েছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ।
এছাড়া বোর্ডের সেরা ২০-এর তালিকায় স্থান পাওয়া অন্য কলেজগুলো হচ্ছে- নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ (৮ম), সিরাজগঞ্জ সরকারি কলেজ (৯ম), উল্লাপাড়া বিজ্ঞান কলেজ (১০ম), রাজশাহী সরকারি সিটি কলেজ (১১ম), পাবনার আল হেরা একাডেমী স্কুল অ্যান্ড কলেজ (১২তম), পাবনার শহীদ বুলবুল কলেজ (১৩ম), নবাবগঞ্জ সরকারি কলেজ (১৪ম), নওগাঁ সদর সরকারি কলেজ (১৫ম), পাবনা গভর্নমেন্ট মহিলা কলেজ (১৬ম), জয়পুরহাট সরকারি কলেজ (১৭), রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ (১৮ম), বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১৯), ঈশ্বরদী মহিলা কলেজ (২০ম)।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘন্টা, জুলাই ১৮, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর