ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটের সেরা ২০-এ হবিগঞ্জের ২টি কলেজ

জিয়া উদ্দিন দুলাল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২

হবিগঞ্জ: এইচএসসি পরীক্ষা ২০১২ এর প্রকাশিত ফলাফলে হবিগঞ্জের দুটি কলেজ সিলেট বোর্ডের সেরা ২০ এর তালিকায় স্থান করে নিয়েছে।

এর মধ্যে হবিগঞ্জ শহরের বৃন্দাবন সরকারি কলেজ বোর্ডে ৮ম এবং বানিয়াচং উপজেলার শচীন্দ্র ডিগ্রি কলেজ ১৯তম স্থান দখল করেছে।



বৃন্দাবন সরকারি কলেজ থেকে ১ হাজার ১শ ৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১ হাজার ৩০ জন কৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১২৪ জন। পাসের হার শতকরা ৮৯.৪৮ ভাগ।

শচীন্দ্র ডিগ্রি কলেজ থেকে ৬শ ৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫শ ১৫ জন কৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৯ জন। পাসের হার শতকরা ৮৪.৮৪ ভাগ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।