ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৪ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। শূন্য পাস প্রতিষ্ঠানের এ সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে এক হাজার ৩৬ প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। তবে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৮টি বেড়েছে। গত বছর শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৮৯২টি।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১৯ প্রতিষ্ঠানের মধ্যে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে। ঢাকা বোর্ডের ৬ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। এছাড়া রাজশাহী বোর্ডে ৪, যশোর বোর্ডে ১, বরিশাল বোর্ডে ৩ ও দিনাজপুর বোর্ডে ৫ প্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য হয়েছে।
এছাড়া মাদ্রাসা বোর্ডে ২ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৩ টি শূন্য পাস প্রতিষ্ঠান রয়েছে।
অপরদিকে শতভাগ পাস প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানেও রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৫৬ প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এছাড়া রাজশাহী বোর্ডে ১২, কুমিল্লা বোর্ডে ৬, যশোর বোর্ডে ৪, চট্টগ্রাম বোর্ডে ৫, বরিশাল বোর্ডে ৫, সিলেট ও দিনাজপুর বোর্ডে ১২টি করে শতভাগ পাস প্রতিষ্ঠান রয়েছে।
মাদ্রাসা বোর্ডে ৭৬৭ ও কারিগরি বোর্ডে ১৫৭ প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর