ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গণিতে স্বর্ণপদক পেলেন রাজেন্দ্র কলেজের ২ শিক্ষার্থী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
গণিতে স্বর্ণপদক পেলেন রাজেন্দ্র কলেজের ২ শিক্ষার্থী 

ফরিদপুর: ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে ভালো ফলাফল অর্জনকারী দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার দিয়েছে শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এগারোবারের মতো এ স্বর্ণপদক দেওয়া হলো।

 

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কলেজটির শহর শাখায় ২০২০ সালের স্নাতকোত্তর পরীক্ষায় গণিতে রাজেন্দ্র কলেজ থেকে শ্রেষ্ঠ ফল লাভের জন্য এ বছর এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পান তানজিয়া আক্তার।  
আর ২০২১ সালে অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের পরীক্ষায় শ্রেষ্ঠ ফল অর্জনকারী হিসেবে সমপরিমাণ স্বর্ণপদক ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করেন সুমি খাতুন।  

কলেজের গণিত বিভাগের প্রধান অধ্যাপক মো. হায়দার মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা।  

বক্তব্য দেন এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমান ও মাহফুজুল আলম মিলন, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক প্রফেসর মো. শাহজাহান, প্রফেসর শিপ্রা রায়, প্রফেসর রমা সাহা, সাংবাদিক পান্না বালা প্রমুখ।  

কলেজের গণিত বিভাগের শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিরা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।