ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
আদেশে অধ্যাপক শাদাত উল্লাহকে উপাচার্য, ড. শহীদুর রশীদ ভূঁইয়াকে উপ-উপাচার্য এবং ড. হযরত আলীকে কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। তারা তিনজন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং এবং এগ্রোনমি বিভাগের শিক্ষক।
আগামী চার বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে উপাচর্য ছিলেন শাহ-ই-আলম। গত ১৫ জুলাই উপাচার্যের পদ শূন্য হওয়ার ১০ দিন পর শাদাত উল্লাহকে নিয়োগ দেওয়া হল।
অন্যদিকে, এই প্রথমবারের মতো উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হল এই বিশ্ববিদ্যালয়ে। আর এক বছর পদটি শূন্য থাকার পর কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হলো ড. শহীদুর রশীদ ভূঁইয়াকে। এক বছর আগে কোষাধ্যক্ষ পদে ছিলেন সাবেক সরকারি কর্মকর্তা হাবিব আবু ইব্রাহিম। তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি ভারপ্রাপ্ত উপচার্যের দায়িত্বও পালন করেছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১২
এসএমএ/এমআইএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর