ঢাকা: রাজধানীর তেজগাঁও কলেজের ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত এমবিএ ওরিয়েন্টেশন এবং বাসন্তী উৎসব-১৪৩০ উদযাপিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং তেজগাঁও কলেজ গভর্নিং বোর্ডের চেয়ারম্যান প্রফেসর বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার বজলুল হক।
ফার্মগেটের ইন্দিরা রোডে কলেজ ক্যাম্পাসে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘কৃষ্ণকুমারী' নাটক প্রদর্শনী এবং মাস্টার্স ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
অনুষ্ঠান আহ্বায়ক ও উপাধ্যক্ষ প্রফেসর আঞ্জুমান আরা বলেন, পর্যটন শিল্পে বিশ্বের বুকে এক অপার সম্ভাবনার নাম বাংলাদেশ। দেশের অর্থনীতিতে ক্রমবর্ধমান অবদান এ খাতে। এ লক্ষ্যে তেজগাঁও কলেজ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
এমআইএইচ/এসআই