ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুয়েট পরিস্থিতি

অবস্থান কর্মসূচি চলবে: শিক্ষক সমিতির বৈঠক ৬ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
অবস্থান কর্মসূচি চলবে: শিক্ষক সমিতির বৈঠক ৬ আগস্ট

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) পরিস্থিতি সমাধানে আগামী ৬ আগস্ট আবারো শিক্ষক সমিতির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানানো হবে।



তবে এখন পর্যন্ত সরকারের উপর আস্থা রাখছেন শিক্ষকরা। তাই আগের মতই গণপদত্যাগের কর্মসূচি স্থগিত রয়েছে।

সোমবার বিকালে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান সমিতির সভাপতি মুজিবুর রহমান।

এরই মধ্যে পদত্যাগকারী ২৩ জন ডিন ও বিভাগীয় প্রধানের মধ্যে ২ জন পদত্যাগ পত্র প্রত্যাহার করে আবারও কর্মস্থলে যোগ দিয়েছেন- সাংবাদিকদের এমন কথার পরিপ্রেক্ষিতে মুজিবুর রহমান বলেন, “এ ঘটনাটি সত্যি। বিভাগীয় প্রধান এবং ডিন এগুলো হচ্ছে বাড়তি দায়িত্ব। প্রশাসনিক কাজ চালিয়ে যাওয়ার জন্য হয়তো এখন তারা কাজ করছেন। এছাড়া তারা দেশের বাইরে ছিলেন। ”  

বর্তমানে শিক্ষক সমিতি আন্দোলন থেকে পিছু হটছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “পিছু হটছি না, আমরা সরকারের উপর আস্থা রাখছি। আশা করি আলোচনার মাধ্যমে সমাধান হবে।

আমরা রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে গণভবন থেকে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলা হয়েছে। রোববার থেকে সে উদ্যোগ শুরু হয়েছে। ”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী কিছু দিন দেশের বাইরে ছিলেন। যেহেতু আজ তিনি দেশে ফিরেছেন, আশা করি এখন আলোচনাটা আরও ফলপ্রসূ হবে। ”

বর্তমানে প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২ ঘণ্টার যে অবস্থান কর্মসূচি চলছে তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গণপদত্যাগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “পরিবেশ পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। ”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ আতাউর রহমানসহ অন্যান্য শিক্ষক নেতারা।

উল্লেখ, সোমবার সকালে শিক্ষামন্ত্রণালয়ে বুয়েট পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, “যারা পদত্যাগ করার করবে, অন্যদের দিয়ে কাজ চালিয়ে নেওয়া হবে। ”

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
এমএন/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।