চট্টগ্রাম: সদ্য ঘোষিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হওয়ায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ৪ হাজার ৪শ’ ১০ জন শিক্ষার্থী খাতা পুন:নিরীক্ষার জন্য আবেদন করেছে।
মঙ্গলবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযুষ দত্ত বাংলানিউজকে বলেন, এইচএসসির ফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় প্রায় ৪ হাজার ৪শ’ ১০ জন শিক্ষার্থী সকল বিষয়ে খাতা পুন:নিরীক্ষণের জন্য আবেদন করেছে।
খাতা পুন:নিরীক্ষণের মাধ্যমে আগামী ১৪ আগস্ট তাদের ফল ঘোষণা করা হবে।
ওই শিক্ষার্থীদের প্রায় ১৬ হাজারেরও বেশি খাতা পূণরায় মূল্যায়ণ করা হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১৯ থেকে ২৬ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলে খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়।
২০১২ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১৯১টি কলেজের ৫৩ হাজার ৯শ’ ৬৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এবার এ বোর্ডে পাসের হার ছিল ৭২ দশমিক ২৯ শতাংশ।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১২
এমবিএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর