ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে জুবায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, আগস্ট ১, ২০১২

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা ৩ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।



বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম শাফিন ও সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য গ্রুপের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ছাত্রলীগের ৩ দফা দাবি হলো- একটি নিরপক্ষ তদন্ত এবং ন্যায় বিচারের প্রত্যাশায় বর্তমান প্রশাসনের কাছে পুনরায় জুবায়ের হত্যার বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করা, প্রকৃত দোষীদের বিচারের সম্মুখীন করা, জুবায়েরের নামে একটি সড়কের নামকরণ ও ৮ জানুয়ারি শহীদ জুবায়ের দিবস ঘোষণা করা।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।