ঢাকা: ১০ বছরে পা দিল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)। এ উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনাসভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে বারিধারায় ইউআইটিএস এর মেইন ক্যাম্পাস সংলগ্ন প্রগতি সরণিতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি।
ইউআইটিএস এর উপ-উপাচার্য অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ র্যালিতে অংশ নেন। শিক্ষার্থীরা মাথায় মুকুট আর বাহারি পোশাক পরে ব্যান্ড পার্টির মিউজিকের তালে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। ‘জ্বালাও মঙ্গল আলোক, তথ্য, প্রযুক্তি, গবেষণায় আমরা’ ইত্যাদি স্লোগান সম্বলিত ফেস্টুন শোভা পেয়েছে শিক্ষার্থীদের হাতে।
আনন্দ র্যালি শেষে ক্যাম্পাসেই মেইন গেটের সামনে উপ-উপাচার্য অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের তেমন প্রচলন নেই। ইউআইটিএস এ ধরণের উৎসবের যাত্রা শুরু করলো। ”
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ফরিদ উদ্দিন, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) এএফএম খায়রুল বাসার, ড. আফজাল হোসেন, গোলাম কিবরিয়া প্রমুখ।
ইউআইটিএস এর কাকরাইল ক্যাম্পাসেও আনন্দ র্যালি করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এমআইআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর