ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জিপিএর ভিত্তিতে মেডিক্যাল-ডেন্টালে ভর্তির সিদ্ধান্তে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১২

রাজশাহী: ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পর্যায়ে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহী নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়।



এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া এই নতুন সিদ্ধান্তের ফলে মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি আরও বাড়বে।

সমাবেশে বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়নের জন্য ভর্তি পরীক্ষার কোনো বিকল্প নেই। এসময় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নতুন নিয়ম বাতিল করে পরীক্ষার মাধ্যমে মেডিক্যাল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করার আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন- ভর্তিচ্ছু শিক্ষার্থী শফিকুর রহমান, পার্থ সরকার, সাজ্জাদুল হোসেন জীবন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।