ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে সিইই অ্যাসোসিয়েশনের ভিপি সাদমান, সম্পাদক আবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মে ৪, ২০২৪
শাবিপ্রবিতে সিইই অ্যাসোসিয়েশনের ভিপি সাদমান, সম্পাদক আবির মো. সাদমান সাকিব ও মো. আজহারুল আনোয়ার আবির

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েশন অব সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।  

কমিটিতে সহ-সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষা বর্ষের মো. সাদমান সাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের মো. আজহারুল আনোয়ার আবির মনোনীত হয়েছেন।

 

শনিবার (৪ মে) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এদিকে সংগঠনটির পদাধিকার বলে সভাপতি হিসেবে বিভাগটির অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন এবং কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক নূর মো. রবিউল হক দায়িত্ব পালন করবেন।  

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সাধারণ সম্পাদক তৈয়ব মাহমুদ প্রাচী, সহ-কোষাধ্যক্ষ সিরাজুল মোস্তফা রাব্বী, সাংগঠনিক সম্পাদক জেনীন আনোয়ার, নারী প্রতিনিধি মহসিনা ফাইজা নাবা, সাংস্কৃতিক সম্পাদক হোসাইন আহমেদ পিয়াল এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজুর রহমান জয়, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হানিফ, প্রকাশনা সম্পাদক সাফওয়ান আহমেদ নাবিল, সেমিনার বিষয়ক সম্পাদক তওরাত হোসাইন, প্রচার সম্পাদক আফতাব আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ওবায়দুল ইসলাম মিলু, দপ্তর সম্পাদক নুসরাত জাহান মিথিলা, ক্রীড়া সম্পাদক মো. আবির হাসান, আপ্যায়ন সম্পাদক মো. আলিফ নাওয়াজিশ, যোগাযোগ সম্পাদক তানজিম হাসান তামিম ও সহ-আপ্যায়ন সম্পাদক জাবির হাসান মনোনীত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।