ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনায় মেডিকেলে ভর্তিচ্ছুদের বিক্ষোভ, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
খুলনায় মেডিকেলে ভর্তিচ্ছুদের বিক্ষোভ, সড়ক অবরোধ

খুলনা: মেডিকেলে ভর্তি প্রক্রিয়ায় নতুন পদ্ধতি বাতিলের দাবিতে খুলনায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
 
বুধবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর সাতরাস্তার মোড়সহ প্রধান প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ব্যস্ততম এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ শেষে সমাবেশে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা পদ্ধতি পুনর্বহারের দাবিসহ চট্টগ্রামে আটক শিক্ষার্থীদের মুক্তি দাবি করেন।

সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে রাহুল দেব বৈরাগী, সাখাওয়াত হোসেন বিপ্লব, খন্দকার হিমেল, সাদমান অর্ণব, তামিম চৌধুরী, ইছা খাতুন প্রমুখ বক্তব্য দেন।   ৎ

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।