ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা’২০১২ শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়সূচি অনুসারে স্কুল পর্যায়ের পরীক্ষা ৩১ আগস্ট শুক্রবার সকাল ৮.৩০টা থেকে ১২.৩০টা পর্যন্ত এবং কলেজ পর্যায়ের পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উলে¬খ্য, উভয় দিন মোট চার ঘণ্টার পরীক্ষার মধ্যে প্রথম ১ ঘণ্টা আবশ্যিক বিষয় নৈর্ব্যক্তিক পদ্ধতিতে এবং পরবর্তী ৩ ঘণ্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত (বর্ণনামূলক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে বৈধ প্রার্থীদের প্রবেশপত্র অনলাইনে প্রেরণসহ যাবতীয় পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রার্থীদের যথানিয়মে প্রবেশপত্রে নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
শুক্রবার পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী রাজধানীর ধানমণ্ডির ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১২
এমএন/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর