ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২
৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শুরু

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ৮ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১২ এর স্কুল পর্যায়ের পরীক্ষা শুক্রবার শুরু হয়েছে।

সকাল ৮.৩০ মিনিটে শুরু হওয়া এ পরীক্ষা বেলা ১২.৩০ টা পর্যন্ত চলবে।

এবং কলেজ পর্যায়ের পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় শুরু হবে। চলবে দুপুর ১.০০ টা পর্যন্ত।

উল্লেখ্য, উভয় দিন মোট চার ঘণ্টার পরীক্ষার মধ্যে প্রথম ১ ঘণ্টা আবশ্যিক বিষয় নৈর্ব্যত্তিক পদ্ধতিতে এবং পরবর্তী ৩ ঘণ্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত (বর্ণনামূলক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে বৈধ প্রার্থীদের প্রবেশপত্র অনলাইনে পাঠানোসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার পরীক্ষা চলাকালীন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ধানমন্ডির ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

দেশের বৃহত্তম ২০টি জেলায় ১টি করে কেন্দ্রসহ মোট ২৫৮টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


মোট ৩ লাখ ১৩ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী এ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ২ লাখ ১ হাজার ৩২৪ জন পুরুষ ও ১ লাখ ১১ হাজার ৮৬০ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।
 
স্কুল পর্যায়ে ১ লাখ ৯৭ হাজার ২৯৯ জন ও কলেজ পর্যায়ে ১ লাখ ১৫ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময় ১১৩৭ঘণ্টা, আগস্ট ৩১, ২০১২
এমএন/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।