ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সিরাজগঞ্জে ৭৮ বিদ্যালয়ে বানের পানি, পাঠদান বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
সিরাজগঞ্জে ৭৮ বিদ্যালয়ে
বানের পানি, পাঠদান বন্ধ

সিরাজগঞ্জ: চলতি বন্যায় সিরাজগঞ্জের ৭৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পানিতে তলিয়ে গেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে বানের পানি ওঠায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

 

এদিকে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে স্থিতিশীল ও কাজিপুর পয়েন্টে কমতে শুরু করেছে।  

রোববার (৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ জানান, জেলার পাঁচ উপজেলার ৬২টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।  

অপরদিকে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার বলেন, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা মিলে জেলার ১৬টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।