ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের ক্যান্টিনে খাবারে এবার পাওয়া গেল রাবার ব্যান্ড। এর আগে হাজী মুহম্মদ মুহসীন হলের ক্যান্টিনে খাবারে ১০ টাকার নোট পাওয়া গিয়েছিল।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১টায় হলের নতুন ক্যান্টিনে এ ঘটনা ঘটে। এদিন দুপুরে ক্যান্টিনে খেতে যান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মোশাহিদ তাসীন। ভাতে তরকারি ঢালতেই বেরিয়ে আসে রাবার ব্যান্ড।
তিনি বলেন, আমিসহ আরও দুজন হলে প্রবেশের পর প্রথমে যে ক্যান্টিন পড়ে, সেখানে খেতে যাই। আমি খাসির তরকারি নিই। ক্যান্টিন বয় তরকারি দিয়ে যাওয়ার পর প্লেটে ঢেলে দেখি ভেতরে টাকা বাঁধার রাবার।
তিনি বলেন, ক্যান্টিন বয়কে বিষয়টি জিজ্ঞেস করি। সে জানায়, তেজপাতা এ রকম রাবার ব্যান্ড দিয়ে বাঁধা থাকে। রান্না করার সময় পড়তে পারে।
এ বিষয়ে জানতে চাইলে ক্যান্টিনের পরিচালক মো. শামীম হোসেন বলেন, আমরাও তো মানুষ। ভুল হতেই পারে। ব্যাপারটি আমরা স্বীকার করলাম। পরে আর হবে না।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
আরএইচ