ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে’ লেখা নিয়ে রূপসা সেতু অবরোধে খুবি শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে’ লেখা নিয়ে রূপসা সেতু অবরোধে খুবি শিক্ষার্থীরা

খুলনা: কোটাবিরোধী আন্দোলন ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ‘রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’- লেখা প্লাকার্ড নিয়ে খান জাহান আলী (র.) (রূপসা সেতু) সেতু অবরোধ করে রেখেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন।

বুধবার (১০ জুলাই) বিকেলে সাচিবুনিয়া বিশ্বরোডে প্রথমে কিছুক্ষণ অবস্থান নেয় তারা। এরপর রূপসা সেতুতে অবস্থান নিয়ে অবরোধ করেছেন খুবির শিক্ষার্থীরা। তাতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।