ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

কোটা সংস্কারের দাবি

জবিতে লাঠি নিয়ে আন্দোলনকারীদের অবস্থান 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
জবিতে লাঠি নিয়ে আন্দোলনকারীদের অবস্থান 

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে লাঠি নিয়ে অবস্থান নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩ টা ১০ মিনিটের দিকে স্ট্যাম্প, লাঠি নিয়ে অবস্থান নেন তারা।

এ সময় শিক্ষার্থীরা-‘আন্দোলনে হামলা কেন প্রশাসন জবাব চাই’, ‘কোটা না মেধা, মেধা, মেধা’, ‘দালালি না রাজপথ, রাজপথ, রাজপথসহ নানা স্লোগান দিতে থাকেন।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির উদ্দেশ্যে দুপুর ২ টা ৪৫ মিনিটের দিকে বাসে করে ক্যাম্পাস ছেড়ে চলে যায়।

তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় পুরান ঢাকার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্যাম্পাসের সামনে শোডাউন করতে দেখা যায়।  

শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সোমবার (১৫ জুলাই) হামলার ঘটনা ঘটেছে। এতে পুরো দেশের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে রাজপথে নেমেছে। আমরা কোটা সংস্কার চাই।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ