ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

চানখারপুলে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
চানখারপুলে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর চানখারপুলে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ চলছে। দুপক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছে।

এতে কয়েকজন শিক্ষার্থী আহতও হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার পর এ সংঘর্ষ বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হলে বিপরীত দিকে বকশীবাজারের রাস্তায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। উত্তেজনার এক পর্যায়ে দুপক্ষের ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়।

প্রতিবেদন লেখার সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। এ সময় ঢাকা মেডিকেল কলেজ মোড়ে একটি বাস ভাঙচুর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এসসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ