ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা ৭ অক্টোবর থেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১২

ঢাকা: ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৭ অক্টোবর রোববার থেকে শুরু হবে।

বুধবার পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে একযাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার কেন্দ্র এবং বিস্তারিত সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকা ও পিএসসি’র ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, গত ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
এমআইএইচ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।