ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিনদের বৈঠক বিকেলে

বুয়েটে শনিবার থেকে ক্লাস শুরুর আশাবাদ

মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২
বুয়েটে শনিবার থেকে ক্লাস শুরুর আশাবাদ

বুয়েট থেকে: ৫ মাসের অচলাবস্থার পর স্বাভাবিক ক্লাস কার্যক্রমে ফিরছে বাংলাদেশ প্রকৌশল বিশ্বববিদ্যালয় (বুয়েট)।

সোমবার বিকেলে একাডেমিক কাউন্সিল ভবনে ডিন কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

এবং আগামী শনিবারই ক্লাস শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

সোমবার সকালে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘‘শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন, দ্রুত বুয়েটের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে এবং ক্লাস শুরু করতে। আন্দোলনরতদের দাবি সরকার বাস্তবায়ন করেছে এবং শিক্ষক সমিতি বলেছে, ক্লাসে ফিরে যেতে তারা প্রস্তুত। আশা করি, এখন সবকিছু ঠিকঠাক মতোই হবে। ’’

উপাচার্য বলেন, ‘‘গত রোববার মন্ত্রণালয় থেকে উপ-উপাচার্যকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষার্থীরা আমার সঙ্গে দেখা করে এবং ফোনে বলেছেন, স্যার আমাদের ক্লাস শুরু করেন। ’’

তিনি বলেন, ‘‘সোমবার বিকেলেই ডিন কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। যেহেতু বুয়েটের রুটিন এবং শিক্ষা কার্যক্রমের একটি ধারাবাহিকতা রয়েছে, তাই আশা করি, শনিবার থেকেই ক্লাস শুরু হবে। রুটিন অনুযায়ী সাধারনত শনিবার থেকেই ক্লাস শুরু হয়। ’’

এস এম নজরুল ইসলাম বলেন, ‘‘অচলাবস্থা চলার কারণে এখনো হয়তো অনেক শিক্ষাথী ক্যাম্পাসে ফেরেননি, বাড়ি থেকে আসেননি। সোমবার মিটিং করে চারদিন সময় হাতে রেখে শনিবার ক্লাস শুরু হলেই ভালো হবে। সকলেই প্রস্তুতি নিতে পারবেন। ’’

উপাচার্য আশা প্রকাশ করে বলেন, ‘‘সকল শিক্ষক এবং শিক্ষার্থীরাই বুয়েটের ঐতিহ্য রক্ষায় সহযোগিতা করবেন বলেও আশা করি। ’’  

তিনি বলেন, ‘‘ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, আশা করি তা আবার পুষিয়ে নেয়া যাবে। শিক্ষামন্ত্রীও সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সকলকেই চেষ্টা করতে হবে। ’’

বাংলাদেশ সময় ১১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২
এমএন/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।