ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিএসএমএমইউতে অস্ত্রোপচারে বিদেশি সার্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যান্সারসহ নানা রোগের অস্ত্রোপচার করবেন ভারত ও সিঙ্গাপুরসহ বিদেশের প্রখ্যাত সার্জনরা। আগামী ৩ ও ৪ অক্টোবর গলার ক্যান্সার, মুখগহ্বর ও চোয়ালের টিউমার, জটিল গলগণ্ড, প্যারোটিভ টিউমারসহ নানা রোগে আক্রান্ত রোগীদের শরীরে অস্ত্রোপচার করবেন তারা।

এ সময় বিএসএমএমইউ’র সার্জনরা তাদের সঙ্গে অংশ নেবেন।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় অংশ নিতে এসে বিদেশি সার্জনরা আসবেন। এ সময় তারা কিছু রোগীর অপারেশন করবেন।

এ প্রখ্যাত সার্জনদের হাতে অস্ত্রোপচার করিয়ে নিতে আগ্রহী রোগীদের ২৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ৬ষ্ঠ তলায় নাক-কান-গলা বিভাগের ৬২৬নং কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া মোবাইলে ০১৭৪৬৭৪৮৪৯২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
এমএন/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।