ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১৭ সেপ্টেম্বর জাতীয়ভাবে ‘শিক্ষা দিবস’ হিসেবে পালনের দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২

ঢাবি: শ্রেণী বৈষম্যহীন, গণমুখী ও বিজ্ঞানভিত্তিক একই ধারার শিক্ষানীতির পাশাপাশি ১৭ সেপ্টেম্বরকে জাতীয়ভাবে ‘শিক্ষা দিবস’ হিসেবে পালনের দাবি জানানো হয়েছে।

শিক্ষা দিবসের ৫০ বছর উপলক্ষে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতারা এ দাবি জানান।



এ উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন তারা। কর্মসূচির মধ্যে রয়েছে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র সমাবেশ, শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশসহ সারা দেশে ছাত্র সমাবেশ।
 
উল্লেখ, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন পাকিস্তান সরকারের বৈষম্যমূলক শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে শাহাদাত বরণ করেন ৩ জন।

‘জাতীয় শিক্ষানীতি-২০১০’ শিক্ষাকে বহুমাত্রিক ধারায় বিভক্ত করছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘২০১০ সালে প্রণীত শিক্ষানীতিতে সাধারণ শিক্ষার পাশাপাশি চালু রাখা হয়েছে ইংরেজি মাধ্যমে শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা। ফলে শিক্ষাজীবনের শুরুতেই শিক্ষার্থীরা শ্রেণীগত বৈষম্যের শিকার হচ্ছে। এটা রোধ করতে তাই শ্রেনী বৈষম্যহীন, গণমুখী ও বিজ্ঞানভিত্তিক একই ধারার শিক্ষানীতির বাস্তবায়ন দরকার। ’’

ক্যাডেট শিক্ষার নামে আরেক উদ্ভট শিক্ষাকে আমাদের শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে বলেও তারা মন্তব্য করেন।
 
শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বলা হয়, ‘‘শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। তা না হলে শিক্ষা বাণিজ্যের রাস্তা আরো প্রশস্ত হবে। ’’

শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘‘ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী বাজেটের ২৫ শতাংশ বা জিডিপি’র ৮ শতাংশ শিক্ষাখাতের জন্য বরাদ্দ দিতে হবে। ’’

শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও শিক্ষাঙ্গণে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকশিত করার জন্য সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি জানান ছাত্র ইউনিয়ন নেতারা।

এছাড়া শিক্ষাখাতের সমস্যাগুলো নিরুপণের উপায় হিসেবে তারা ১২ দফা দাবি পেশ করেন।

মঞ্জুর মঈনের পরিচালনায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি এস এম শুভের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক হাসান তারেক। এ সময় কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
এমএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।