ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বান্দরবান সরকারি কলেজের একমাত্র বাসটি অচল ৫ বছর!

এস বাসু দাশ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
বান্দরবান সরকারি কলেজের একমাত্র বাসটি অচল ৫ বছর!

বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ বান্দরবান সরকারি কলেজের একমাত্র বাসটি ৫ বছরেও সচল না হওয়ায় ভোগান্তির শেষ নেই প্রতিষ্ঠানটিতে অধ্যায়নরত ছাত্রছাত্রীদের।

কলেজ কর্তৃপক্ষের উদাসীনতার কারণে অনেক কম সুযোগ-সুবিধার মধ্যে পড়াশুনা চালিয়ে যাওয়া এসব শিক্ষার্থীদের পরিবহন সমস্যা বাড়তি ভোগান্তি যোগ করেছে।



সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৭৫ সালে প্রতিষ্ঠার পর সরকারি কলেজটিতে বর্তমানে প্রায় ১ হাজার ৫শ ছাত্রছাত্রী পড়ালেখা করছে। প্রতিষ্ঠার পর থেকে কলেজের ছাত্রছাত্রীদের এই একটিমাত্র বাসই শিক্ষার্থীদের ভরসা ছিল। এরপর আর কোনো নতুন কলেজবাস এ কলেজের শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়নি।

দীর্ঘ সময় ধরে বাসটি অচল হয়ে পড়ে থাকলেও সংস্কারের নামে বার বার বিপুল অর্থ ব্যয় করা হয়েছে। কিন্তু বাসটি কিছুদিন পর পরই অচল হয়ে পড়ে। ফলে, দুর্ভোগের যেন অন্ত থাকে না ছাত্রছাত্রীদের।

বান্দরবান পৌর এলাকার ৯টি ওয়ার্ডসহ বিভিন্ন উপজেলার ছাত্রছাত্রীরা এই কলেজে পড়াশুনা করছে। ৫ বছর ধরে বাসটি অচল থাকার কারণে শহরের বালাঘাটা, হাজেফঘোনা, কালাঘাটা, বাস স্টেশনের ওয়ার্ডগুলোর ছাত্রছাত্রীদের কলেজে আসতে প্রায় ২০ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। বিভিন্ন দুর্গম উপজেলা থেকে গরিব পরিবারের ছাত্রছাত্রীদের পক্ষে প্রতিদিন এত টাকা খরচ করে কলেজে ক্লাস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

ছাত্রছাত্রীদের অভিযোগ, অর্থের সমস্যার পাশাপাশি পরিবহন সমস্যার কারণে অনেক সময় কলেজে পৌঁছাতেই কয়েকটি ক্লাস শেষ হয়ে যায়। তাই, পরিবহন সংকটের কারণে শিক্ষাগ্রহণে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে।

জেলা শহরের বালাঘাটা এলাকার কলেজছাত্র শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের বালাঘাটা এলাকায় পরিবহনের যে ব্যবস্থা আছে, তা তাদের ইচ্ছা অনুসারে যাতায়াত করে। ফলে, আমরা কলেজ সময় অনুসারে কলেজে পৌঁছাতে পারিনা।

একই কলেজের ছাত্র শামসুল ইসলাম বাংলানিউজকে জানান, কলেজের গাড়ি বাবদ যে বরাদ্দ আছে, তা দিয়ে নতুন গাড়ি কেনা যায়। কিন্তু, আমাদের যাতায়াত কষ্টের কথা কেউ ভাবেনা!

তার মতো আরও অনেক ছাত্রছাত্রী জানান, দেশের বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে গাড়ি দেওয়া হলেও পাহাড়ের এই কলেজটির জন্য একটি গাড়ির বরাদ্দ মেলেনা সরকারের কাছ থেকে। এটা খুবই দুঃখজনক বলে তারা মন্ত্যব্য করেন।

কলেজটির অধ্যক্ষ বোধি রঞ্জন বড়–য়া বাংলানিউজকে বলেন, বাসটির ব্যাপারে আমরা চেষ্টা করছি। শিগগিরই নতুন গাড়ি বা এটি মেরামত করে ছাত্রছাত্রী পরিবহনের উপযোগী করে তোলা হবে।

ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় অভিভাবকরাও মনে করেন, অনতিবিলম্বে অচল বাসটি সংস্কার করে চলাচলের উপযোগী করার পাশাপাশি কলেজে নতুন একটি বাস যোগ করা হোক।

এ ব্যাপারে তারা সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।