রাজশাহী: রাজশাহী জেলায় ২০১৩ শিক্ষাবর্ষে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রায় ১৫ লাখ নতুন বই আসছে।
ইতিমধ্যে রাজশাহী জেলা শিক্ষা অফিসে বইয়ের তালিকা এবং নির্দেশনাপত্র পৌঁছেছে।
এ প্রসঙ্গে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাফিসা বেগম বাংলানিউজকে বলেন, চলতি বছর জেলায় ১৪ লাখ ৯৪ হাজার ২৭৫টি বই আসছে। এর মধ্যে গোদাগাড়ী উপজেলায় ২ লাখ ১৩ হাজার ৪টি, তানোরে ১ লাখ ২৫ হাজার ১০৬টি, পবায় ১ লাখ ৬০ হাজার ৪১৬টি, দুর্গাপুরে ৯৯ হাজার ১৫০টি, চারঘাটে ১ লাখ ১৫ হাজার ৯৪৬টি, পুঠিয়ায় ১ লাখ ১৩ হাজার ৯৩১টি, বাগমারায় ১ লাখ ৮৯ হাজার ৮১৬টি, বাঘায় ১ লাখ ১৮ হাজার ১৬টি, মোহনপুরে ৯৮ হাজার ১০টি এবং রাজশাহী শহরের জন্য বোয়ালিয়ায় আসছে ২ লাখ ৪৪ হাজার ৭৭০টি বই।
তাই এবার যথা সময়েই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যাবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
শরীফ সুমন/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর