ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবির ২ শিক্ষার্থী বহিস্কার: ৪ জনকে শোকজ

বাকৃবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১২
বাকৃবির ২ শিক্ষার্থী বহিস্কার: ৪ জনকে শোকজ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রক্টর ও ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয় ভাঙচুর করার অভিযোগে রোববার বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রকে ৬ মাসের জন্য বহিষ্কার ও ৪ ছাত্রকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বহিস্কৃত ছাত্ররা হলেন- বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের ফাইনাল বর্ষের ছাত্র অনিক রহমান ও রাজিদার রহমান।



শোকজপ্রাপ্ত অন্যরা হলেন- মাৎস্য বিজ্ঞান অনুষদের এমএস শিক্ষার্থী নয়ন হাওলাদার, একই অনুষদের ফাইনাল বর্ষের ছাত্র জাকারিয়া আলম, তৌহিদুর রহমান ও কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ফাইনাল বর্ষের ছাত্র স্বরজিৎ।

শোকজপ্রাপ্তদেরকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের শেষবর্ষের শিক্ষার্থী অনিক রহমানের হাতে বহিরাগত ৪ থেকে ৫ জন যুবক ছুরি দিয়ে আঘাত করে। এতে অনিক গুরুতর জখম হয়।

ওই ঘটনার প্রতিবাদে রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী প্রক্টর ও ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালযের কয়েকটি কক্ষ ভাঙচুর করেন। ওই ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে বহিষ্কার ও ৪ জনকে শোকজ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

বাকৃবির প্রশাসনিক সূত্রে জানা যায়, সপ্তাহ দুয়েক আগে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে বহিরাগত আসিফ নামে এক যুবক তার প্রেমিকাকে নিয়ে বেড়াতে আসলে বাকৃবি শিক্ষার্থী অনিক রহমান তাদের কাছে চাঁদা দাবি করে।

এ নিয়ে ওই যুবকের সঙ্গে অনিকের বাগবিতণ্ডা শুরু হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবক অনিককে পরে দেখে নেওয়ার হুমকি দেয়। এর জের ধরেই ছুরিকাঘাতে অনিক আহত হয় বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১২
মো.আশরাফুল আলম/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।