সংসদ ভবন থেকে : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বাড়াতে সংসদে বিল পাস করা হয়েছে।
বিলে পিএসসি চেয়ারম্যানের বেতন-ভাতা মন্ত্রিপরিষদ সচিব ও সদস্যদের বেতন-ভাতা সবিচদের সমান রাখার বিধান রাখা হয়েছে।
সোমবার সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে ‘মেম্বারস অব দি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশন অব সার্ভিস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২’ পাসের প্রস্তাব করেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।
১৯৭৪ সালের ‘মেম্বরাস অব দি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (টার্মস অ্যান্ড কন্ডিশন অব সার্ভিস) অ্যাক্ট-১৯৭৪’ এর সংশোধনের জন্য বিলটি পাস করা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করা হয়। পরে এটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, “চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ-২০০৯ অনুযায়ী গণকর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত পদধারীদের বেতন-ভাতাও বাড়ানো হয়েছে। এ অবস্থায় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বাড়ানো প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ”
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২
এসএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর