ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেডিকেল ভর্তি ফরম পূরণ রাত ১২টা ১ মিনিট থেকে

মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২
মেডিকেল ভর্তি ফরম পূরণ রাত ১২টা ১ মিনিট থেকে

ঢাকা:মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১২-২০১৩ সেশনের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফরম অনলাইনে পূরণ করা যাবে ১৭ সেপ্টেম্বর সোমবার দিবাগত ১২টা ১ মিনিট থেকে।

আবেদনের শেষ সময় ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট।



এ ব্যাপারে সোমাবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. শিফায়েতউল্লা বাংলানিউজকে বলেন, “ সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে। অনলাইনে প্রয়োজনীয় তথ্য পূরণ করে টেলিটক মোবাইলের মাধ্যমে ৬০০ টাকা নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে। ”

ভর্তি আবেদনপত্র পূরণসহ অন্য সব বিষয় গতবারের মতোই রয়েছে বলে জানান তিনি।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘন্টা নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ১১ সেপ্টেম্বর এ ব্যপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে ১০ সেপ্টেম্বর দুপুরে অবিলম্বে আগের নিয়মে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১২-২০১৩ সেশনের প্রথম বর্ষে পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন হাইকোর্ট।

বিচারপতি শেখ হাসান আরিফের একক বেঞ্চ (তৃতীয় বেঞ্চ) এ নির্দেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আবেদনের পক্ষে ছিলেন ড. মো. ইউনুস আলী আকন্দ।

এর আগে ৯ সেপ্টেম্বর ভর্তি পদ্ধতি পরিবর্তনের (জিপিএ’র ভিত্তিতে) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এক আইনজীবীর করা রিট আবেদনের শুনানিতে গত রোববার ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন হাই কোর্টকে জানান, সরকার এ বছর ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী বছর থেকে জিপিএ এর ভিত্তিতে ভর্তি করা হবে।

এক্ষেত্রে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি এই দুই পরীক্ষা মিলিয়ে কমপক্ষে জিপিএ-৮ থাকতে হবে। জিপিএ-৭ পাওয়া বিদেশি শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত ১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ভর্তি-প্রক্রিয়া নীতিমালা প্রণয়ন-সম্পর্কিত সভায় সরকার মেডিকেল ও ডেন্টাল কলেজে জিপিএর ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত নেয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে ও আগের ভর্তি পরীক্ষা পদ্ধতি বহাল রাখার দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে আন্দোলনে নামেন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে।

এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।

এছাড়া, ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১২
এমএন/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।