ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

শিক্ষা

পদত্যাগ করেছেন জবির ট্রেজারার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
পদত্যাগ করেছেন জবির ট্রেজারার

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী পদত্যাগ করেছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ তথ্য নিশ্চিত করেছেন।

জবি রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি সত্য। তিনি পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে ট্রেজারার বলেন, ২০২৩ সালের ০৫ ডিসেম্বর হতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করে আসছি। গত ১১ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করার পর থেকে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতায় নিয়মিত ক্লাস পরীক্ষা চলমান রেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করেছি। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ হতে ২২ সেপ্টেম্বর পদত্যাগ করলাম।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ট্রেজারার হিসেবে নিয়োগ পান ড. হুমায়ুন কবির চৌধুরী। তিনি জবির মার্কেটিং বিভাগের শিক্ষক।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।