সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তির রেজিস্ট্রেশন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে এ রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
এছাড়া, চলতি শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক পদার্থ, গণিত ও ইনফরমেটিক্স অলিম্পিয়াডে পদক বিজয়ীরা ভর্তি পরীক্ষা ছাড়াই পছন্দ অনুযায়ী যেকোনো বিষয়ে ভর্তির সুযোগ পাবেন বলে বিশ্ববিদ্যালয়ের ১২২তম একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে।
শাবি সূত্রে জানা যায়, ২০১১/২০১২ সালে অনুষ্ঠিত এইচএসসি (সাধারণ ও কারিগরি)/আলিম/ডিপ্লোমা ইন কর্মাস/সমমান এবং ২০০৯/২০১০ সালে অনুষ্ঠিত এসএসসি (সাধারণ ও কারিগরি)/ দাখিল বা সমমানে উত্তীর্ণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যেসব শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে এইচএসসি বা সমসান পরীক্ষায় পাস করেছেন তারা এ, বি ও বি১ ইউনিটে এবং অন্যেরা শুধু ‘এ’ ইউনিটে ভর্তির আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এইচএসসি বা সমমান ও এসএসসি বা সমসান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় এবারও কোনো ফরম পূরণ করতে হবে না। মোবাইল অপারেটর টেলিটক থেকে SUST, শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর, এইচএসসি পরীক্ষার রোল নম্বর, পাসের সন এবং ইউনিটের কী ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন করার নিয়ম-
উদাহরণস্বরূপ, ‘এ’ ইউনিটভুক্ত সব বিভাগের ক্ষেত্রে সিলেট শিক্ষাবোর্ড থেকে পাস করলে- SUST<SPACE>SYL (শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর) <SPACE> ১২৩৪৫৬ (এইচএসসি’র রোল নম্বর) <SPACE> ২০১০ (পাসের সন) <SPACE> A (ইউনিটের কী ওয়ার্ড) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
রেজিস্ট্রেশন ফি- এ ও বি ইউনিটের ক্ষেত্রে ৬০০ টাকা এবং ই১ ইউনিটের ক্ষেত্রে ৬৫০ টাকা মোবাইল থেকে কেটে নেওয়া হবে। পরে ফিরতি বার্তায় একটি নির্দিষ্ট কোড নম্বর দেওয়া হবে।
শিক্ষার্থীদের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ভর্তি পরীক্ষার দিন সঙ্গে নিতে হবে। ছবির পেছনে ভর্তি পরীক্ষার রোল নম্বর ও নাম অবশ্যই লিখতে হবে। এ ছবিই প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
ভর্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে এবং admission@sust.edu ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে।
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র হবে বাংলায়। তবে কেউ ইংরেজিতে প্রশ্নপত্র পেতে চাইলে তাকে www.sust.edu/admission এ ঠিকানায় ১৫ অক্টোবরের মধ্যে অবহিত করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১২
ইএইচ/সম্পাদনায়: সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর