ঢাকা, সোমবার, ২৬ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিআরএমসি মডেল ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
ডিআরএমসি মডেল ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স শুরু

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে তিন দিনব্যাপী ‘তৃতীয় ডিআরএমসি মডেল ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স-২০২৪’ শুরু হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

এ কনফারেন্সে জাতিসংঘের আদলে ৯টি কমিটির অধিবেশনে দেশের ৯১টি খ্যাতনামা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, ক্লাবগুলোর প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, সহযোগী অধ্যাপক ও কনফারেন্সের আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সরকারি-বেসরকারি উচ্চপদের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, অভিভাবক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরা।

এই কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণকারী ডেলিগেটরা একটি উপযুক্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে জাতিসংঘের কার্যক্রম অনুশীলন ও অনুকরণের মধ্য দিয়ে জনসম্মুখে বক্তৃতা, সামাজিক যোগাযোগ দক্ষতা, উপলব্ধি ক্ষমতা, গবেষণামূলক কাজ, আলোচনা, দলবদ্ধ কাজ, মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া ইত্যাদি অনুশীলন করার সুযোগ লাভ করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা কূটনৈতিক শিষ্টাচার, দ্বিপাক্ষিক আলোচনায় পারদর্শী, আত্মবিশ্বাসী আচরণ ও মুক্তচিন্তা চর্চায় দক্ষ হয়ে উঠবে।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর এই কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইয়ুসুফ এস ওয়াই রামাদান।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।