ঢাবি: সব কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইতিহাস বিভাগ খোলা এবং সব বিষয়ের ছাত্রদের জন্য বাংলাদেশের ইতিহাস পাঠ বাধ্যতামূলক করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ ইতিহাস সমিতি।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক শিক্ষক সম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মেলনে সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, “আমাদের ইতিহাস দৈন্যতার মূলে রয়েছে শিক্ষকেরা। ইতিহাস বিকৃতির পেছনেও তারাই দায়ী। রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে তারা ইতিহাসকে বিকৃত করে ফেলেছেন। ”
আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “আমাদের ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্ররা যখন প্রশাসনের উচ্চপর্যায়ে যায় তখন তারা শেকড়কে ভুলে যায়। ইতিহাস সংক্ষণের কোনো ব্যবস্থা তারা আজ পর্যন্ত কেউ নেয়নি। ”
তিনি সবাইকে ইতিহাস আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে সরকারের প্রতি উচ্চশিক্ষা নামক একটি আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব করেন।
অধ্যাপক মেসবাহ্ কামালের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অধ্যাপক মুহাম্মদ সেলিম, ড. মোল্লা আমিন, ড. মাহবুবুর রহমার, অধ্যাপক সুলতানা নিগার চৌধুরীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ইতিহাস বিভাগের শিক্ষকেরা।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর