ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

ববিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৪
ববিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ অক্টোবর

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির চূড়ান্ত কার্যক্রম পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

রোববার সকাল ১০টায় উপাচার্য এ কার্যক্রম পরিদর্শন করেন।  সে সময় তিনি আসা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ভর্তি কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টরসহ অন্যরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি কার্যক্রম চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে। পাশাপাশি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু হবে আগামী ২১ অক্টোবর থেকে।

উল্লেখ্য যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসন সংখ্যা এক হাজার ৫৭০টি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।