ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আবরার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মৌন মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
আবরার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মৌন মিছিল

ঢাকা: ছাত্রলীগ নেতাকর্মীদের পিটুনিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে মৌন মিছিল ও স্মরণসভা আয়োজন করেছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহীদ মিনার থেকে দোয়েল চত্বর, টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ, কলাভবন ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে এক মিনিট নিরবতা পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে এ মৌন মিছিল করে সংগঠনটি।

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনটির বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ৬ অক্টোবর মধ্যরাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। গত রোববার নিহত আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে মৌন মিছিল ও স্মরণ সভা কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল।

মৌন মিছিল শেষে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতাকর্মীরা কক্ষে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে। আবরারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের প্রতি তার আত্মত্যাগ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এ কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ