ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেয়াদোত্তীর্ণ ববি ছাত্রদলের কমিটি বাতিল, শিগগিরই নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
মেয়াদোত্তীর্ণ ববি ছাত্রদলের কমিটি বাতিল, শিগগিরই নতুন কমিটি

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সঙ্গে সঙ্গে এ দুটি ইউনিটে নতুন কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে।

যদিও বর্তমান বরিশাল বিশ্ববিদ্যালয়ে সব প্রকার রাজনীতি নিষিদ্ধ রয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১২টায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাহাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত দুটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ২০২১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলেও ৫ আগস্ট সরকার পতনের আগে ছাত্র সংগঠনটি ক্যাম্পাসে তেমনভাবে সক্রিয় হতে পারেনি ছাত্রলীগের কারণে। আর আওয়ামী লীগ সরকারের পতনের পর কক্ষ দখল, ছাত্রলীগকে প্রশ্রয়সহ বেশ কিছু কাজ নিয়ে প্রশ্ন ওঠে ক্যাম্পাসে ছাত্রদলের নেতৃত্ব দেওয়াকারীদের বিরুদ্ধে। যদিও ছাত্রদলের বেশিরভাগ কর্মীরা মনে করছেন, বিলুপ্ত কমিটির সভাপতি-সম্পাদক সফলতার সঙ্গেই তাদের দায়িত্ব পালন করেছেন।

এদিকে কমিটি বিলুপ্ত হওয়ার পর সভাপতি রেজা শরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন-যেখানে তিনি উল্লেখ করেছেন ‘দীর্ঘ আট বছর বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। হয়তো কিছু সফলতা ছিল, অনেক ব্যর্থতা ছিল। প্রাণের সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জন্য শুভ কামনা। কেন্দ্রীয় ছাত্রদল অতিদ্রুত বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি দিয়ে সংগঠনকে গতিশীল রাখবে এ আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সব সহযোদ্ধাদের’।

উল্লেখ্য, ২০১৬ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রথম কমিটি গঠিত হয়। যেখানে রেজা শরিফকে সভাপতি করে আংশিক কমিটি প্রকাশ করা হয়। পুনরায় ২০২১ সালে রেজা শরিফ ও হাসান আল হাসিবকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ