ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির সিন্ডিকেট, শিক্ষাপর্ষদ ও অর্থকমিটির নির্বাচন ২৯ সেপ্টেম্বর

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিন্ডিকেট, শিক্ষাপর্ষদ ও অর্থকমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ও ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’ ব্যানারে শিক্ষকেরা দু’টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



সম্মিলিত শিক্ষক পরিষদের পক্ষে সিন্ডিকেট নির্বাচনে ডিন, প্রভোস্ট, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে- কলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট মো. আমীনুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ হানিফ আলী, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দীন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম ও অর্থনীতি বিভাগের প্রভাষক মো. নূরুল হক।

অন্যদিকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে- জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল খায়ের, প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক লুৎফুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, ব্যাবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শুদ্ধসত্ত্ব রফিক, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার মাহমুদ হাসান ও ইংরেজি বিভাগের প্রভাষক স্বাগতা সাঈদ।

শিক্ষাপর্ষদ নির্বাচনে সম্মিলিত শিক্ষক পরিষদের পক্ষে সহযোগী অধ্যাপক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- ইতিহাস বিভাগের মো. এমরান জাহান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ও ফার্মেসি বিভাগের শিক্ষক মাসুম শাহরিয়ার। এবং সহকারী অধ্যাপক/প্রভাষক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণিত বিভাগের আমিনুর রহমান, ইতিহাস বিভাগের খোন্দকার লুৎফুল এলাহী ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আলী আকবার।

অপরদিকে, শিক্ষাপর্ষদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন- সহযোগী অধ্যাপক পদে সরকার ও রাজনীতি বিভাগের বশির আহমেদ, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মোহা. সাবির হোসেন ও রসায়ন বিভাগের মো. এনামুল হক। এবং সহকারী/প্রভাষক অধ্যাপক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- প্রত্নতত্ত্ব বিভাগের সিকদার মো. জুলকারনাইন, দর্শন বিভাগের সৈয়দ মঈনুল আলম নিজার, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের হোসাইন মো. সায়েম।

বিশ্ববিদ্যালয়ের অর্থকমিটির নির্বাচনে সম্মিলিত শিক্ষক পরিষদের পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস কুমার চৌধুরী।

অপর দিকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হয়ে এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।