ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে পাসের হারে দ্বিতীয় স্থানে খুলনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
যশোর বোর্ডে পাসের হারে দ্বিতীয় স্থানে খুলনা

খুলনা: এবারের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হারে দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা, সেরা যশোর জেলা। আর তলানিতে রয়েছে মেহেরপুর জেলা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) চলতি বছরের এইচএসসির ফল প্রকাশিত হয়।

ফল বিশ্লেষণে দেখা যায়, যশোর জেলায় পাস করেছেন ১৫ হাজার ১০ জন। পাসের হার ৭২ দশমিক ৮৪ শতাংশ। পাসের হারে শীর্ষে যশোর জেলা। তবে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় পাসের সংখ্যায় এগিয়ে খুলনা জেলা। এ জেলায় পাস করেছেন ১৬ হাজার ৬৮০ জন শিক্ষার্থী। পাসের হার ৭১ দশমিক ১৯ শতাংশ।

এ ছাড়া বাগেরহাট জেলায় পাস করেছেন ৪ হাজার ৬৯৩ শিক্ষার্থী, পাসের হার ৫৫ দশমিক ০৪ শতাংশ। সাতক্ষীরায় পাস করেছেন ৯ হাজার ৩৬৮ জন। পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ। কুষ্টিয়া জেলায় পাস করেছেন ৯ হাজার ৬২২ শিক্ষার্থী, পাসের হার ৫৮ দশমিক ৫২ শতাংশ।

চুয়াডাঙ্গা জেলায় পাস করেছেন ৪ হাজার ৩৭২ জন, পাসের হার ৫৭ দশমিক ৯৬ শতাংশ। মেহেরপুর জেলায় পাস করেছেন ২ হাজার ৬০ শিক্ষার্থী, পাসের হার ৫০ দশমিক ৩৮ শতাংশ। নড়াইল জেলায় পাস করেছেন ৩ হাজার ৪৯৩ জন, পাসের হার ৬১ দশমিক ২৭ শতাংশ। ঝিনাইদহ জেলায় পাস করেছেন ৯ হাজার ৩৫১ জন, পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। মাগুরায় পাস করেছেন ৪ হাজার ১১৫ জন, পাসের হার ৫৮ দশমিক ২৩।

২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৫ শতাংশ। যশোর শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১০ জেলার মধ্যে ৯০ দশমিক ৭৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষ স্থানে ছিল খুলনা জেলা। আর দ্বিতীয় স্থানে থাকা ঝিনাইদহ জেলার পাসের হার ছিল ৮৪ দশমিক ৫৬ শতাংশ। ৮৪ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে ছিল সাতক্ষীরা।  
 
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এমআরএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।