ঢাকা: নটরডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এনডিএএ) প্রথম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নভেম্বর মাসে।
অ্যালামনাইদের প্রথম সম্মেলনে অংশ নেওয়ার জন্য ১০০ টাকায় নিবন্ধন এবং ১০০০ টাকা দিয়ে আজীবন সদস্যপদ লাভ করতে পারবেন কলেজের সাবেক শিক্ষার্থীরা।
সম্প্রতি কলেজ মিলনায়তনে এক প্রাক-পুনর্মিলনীর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন- কলেজ অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা।
তিনি জানান, সহসা নটরডেম বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। সে জন্য কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে শতাধিক অ্যালামনাই উপস্থিত ছিলেন। তারা কলেজ জীবনের আবেগঘন স্মৃতিচারণ করেন।
ইতোমধ্যে, নটরডেম কলেজের অ্যালামনাইদের সংগঠনের একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এর অনারারি প্রেসিডেন্ট ড. কামাল হোসেন। প্রেসিডেন্ট কলেজ অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা। সেক্রেটারি মেজর জেনারেল জন গমেজ (অব.) এবং ট্রেজারার ফাদার এস. পেরেরা।
১৯৪৯ সালে ‘সেন্ট গ্রেগরি’ কলেজ নামে নটরডেম কলেজ যাত্রা শুরু করে।
১৯৫৪-৫৫ সালে এর নামকরণ হয়, নটরডেম কলেজ। রোমান ক্যাথলিকদের দ্বারা পরিচালিত এ কলেজটিতে সব ধর্ম ও বর্ণের শিক্ষার্থীরা পড়াশোনা করেন।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন-ফাদার এস. পেরেরা, ট্রেজারার, আহ্বায়ক কমিটি, নটরডেম কলেজ।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এনডিএএ) ফোন- ৭১৯২৫৯৮, ইমেল- notredameaa@gmail.com
বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
আইএইচ/সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর