ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

শাবিপ্রবি (সিলেট): গুচ্ছ থেকে বেরিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি সেশনজট সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

রোববার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, গত জুনে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দেশের বিভিন্ন সংকটের কারণে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে একটা বড় সেশনজটের শঙ্কা তৈরি হয়েছে। এ সমস্যার সংকট থেকে উত্তরণের জন্য ছয় মাসের সেমিস্টার চার মাসের মধ্যে শেষ করার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবি গুলোর মধ্যে রয়েছে, শাবিপ্রবিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের করে এনে স্বতন্ত্রভাবে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজন করা, সেশনজট কমিয়ে আনার জন্য আগামী ৩ সেমিস্টার ৪ মাস করে সময়ে শেষ করা, আন্দোলনে হামলার সঙ্গে জড়িত এবং হলে অস্ত্র ও মাদকের সঙ্গে জড়িত ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া, ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা বাতিল করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে উন্মুক্ত রিডিং রুমের ব্যবস্থা করা।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব। আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত রাখতে দ্রুত সময়ে সেমিস্টার শেষ করে পরীক্ষা নিতে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।